FAQ
১. বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ কি? এর সম্পর্কে বিস্তারিত কিভাবে জানতে পারব?
বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবসা, উদ্যোক্তা চিন্তা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করে। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম।
২. বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশের আয়োজাক কে বা কারা?
এই প্রতিযোগিতার আয়োজক Brand Practitioners Bangladesh এবং Practitioners Academy, যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রফেশনাল কমিউনিটি বিল্ডিং নিয়ে কাজ করে আসছে।
৩. বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিপাদ্য বিষয় অথবা থিম কি?
বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশের থিম হলো ‘Shaping Future Leaders of Bangladesh’ যা ভবিষ্যতের ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত করার এক অভিজ্ঞতা।
৪. বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশে কারা কারা অংশ নিতে পারবে?
স্কুল (অষ্টম থেকে দশম শ্রেণি), কলেজ (একাদশ-দ্বাদশ) এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের (অনার্স, মাস্টার্স) শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
৫. একটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ কতজন অংশগ্রহন করতে পারবে?
প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ সংখ্যক/যত জন ইচ্ছা শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৬. গ্র্যান্ড ফিনালে কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার একটি অভিজাত সেন্টারে (স্থান ও তারিখ জানতে সব সময় আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল পেইজ ভিজিট করুন )।
৭. বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রস্তুতির জন্য সিলেবাস কি অথবা কোন রেফারেন্স আছে কিনা?
প্রতিযোগিতার জন্য নির্ধারিত সিলেবাস রয়েছে। বিষয়সমূহের মধ্যে রয়েছে: কমিউনিকেশন, মার্কেটিং, বিজনেস বেসিকস, এথিকস, কেস স্টাডি ইত্যাদি। বিস্তারিত রেফারেন্স ও প্রস্তুতি গাইড ওয়েবসাইটে পাবেন।
৮. আপনাদের কোন কমিউনিটি বা অফিসিয়াল গ্রুপ আছে কি না?
হ্যাঁ, আমাদের একটি অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইট রয়েছে যেখানে সর্বশেষ আপডেট, রিসোর্স ও মেন্টরশিপ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। কমিউনিটিতে যুক্ত হোন-
৯. পেশাজীবীরা কি অংশ গ্রহন করতে পারবে?
না, এই প্রতিযোগিতা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। পেশাজীবীরা অংশগ্রহণ করতে পারবেন না।
১০. কিভাবে রেজিস্ট্রেশন করব বা করতে হবে?
রেজিস্ট্রেশনের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
১১. রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?
শিক্ষার্থীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ক্লাস/ডিপার্টমেন্ট, পরিচয়পত্রের কপি, এবং একটি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
১২. দেশের বাইরে থেকে কি কেউ অংশ নিতে পারবে?
হ্যাঁ, দেশের বাইরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে অনলাইনের মাধ্যমে।
১৩. একটা প্রতিষ্ঠান (স্কুল/কলেজ/ইউনিভার্সিটি) থেকে সর্বোচ্চ কতজন অংশ নিতে পারবে?
প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক/যত জন ইচ্ছা শিক্ষার্থী অংশ নিতে পারবে।
১৪. রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কি না কিভাবে নিশ্চিত হতে পারব?
রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে একটি কনফার্মেশন মেইল ও রেজিস্ট্রেশন আইডি পাঠানো হবে।
১৫. রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত (সুনির্দিষ্ট তারিখ পরে জানানো হবে)।
১৬. স্কুল ক্যাটাগরি থেকে কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে?
স্কুল ক্যাটাগরি থেকে ৮ম থেকে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
১৭. সকল পরীক্ষাই কি অনলাইনে হবে?
প্রাথমিক রাউন্ড ও কোয়ালিফায়ার রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে।
১৮. প্রশ্নের ধরন কি রকম হবে?
প্রশ্নগুলো হবে এমসিকিউ, কেস ভিত্তিক বিশ্লেষণ, যুক্তিপূর্ণ উত্তর ও সিচুয়েশন বেইজড।
১৯. মোট কত নম্বরের পরীক্ষা হবে?
প্রতিটি পরীক্ষার পূর্ণমান ৫০ থেকে ১০০ নম্বর পর্যন্ত হতে পারে, রাউন্ডভেদে।
২০. সকল পরীক্ষার সময়সীমা কতক্ষণ?
প্রতিটি পরীক্ষার সময় হবে ৩০-৬০ মিনিটের মধ্যে।
২১. নম্বর বন্টন বা নির্বাচন প্রকৃয়া কিভাবে হবে এবং কবে নাগাদ জানতে পারব?
প্রাথমিক বাছাই, সেমিফাইনাল ও ফাইনাল ধাপে আলাদা আলাদা মূল্যায়ন হবে। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে নির্দিষ্ট তারিখে।
২২. ডেমো প্রশ্নপত্র কোথায় এবং কিভাবে পাব?
ডেমো প্রশ্নপত্র অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপে পাওয়া যাবে।
২৩. অংশ গ্রহনকারীরা কি কি পাবে?
অংশগ্রহণকারীরা পাবেন সার্টিফিকেট, বুট ক্যাম্প ট্রেনিং, নেটওয়ার্কিং সুবিধা এবং সুযোগ থাকবে মিডিয়া কভারেজে আসার।
২৪. প্রতিটা ক্যাটাগরি থেকে মোট কতজন বিজয়ী হিসাবে নির্বাচিত হবে?
প্রতিটি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে।
২৫. বিজয়ীদের জন্য কি কি পুরস্কার রয়েছে?
বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট, সার্টিফিকেট, শিক্ষা ভাউচার এবং কর্পোরেট ইন্টার্নশিপের সুযোগ।
২৬. প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল/কলেজ/ইউনিভার্সিটির জন্য কোন পুরস্কার রয়েছে কিনা?
হ্যাঁ, বিজয়ী প্রতিষ্ঠানের জন্য থাকছে ‘Institutional Recognition Award’ ও সম্মাননা ক্রেস্ট।
২৭. অলিম্পিয়াড চলাকালীন সময়ে কোন বিষয়ে প্রশিক্ষণ/কর্মশালা প্রদান করবেন কিনা?
হ্যাঁ, নির্বাচিত রাউন্ডে থাকবে ট্রেনিং ও ওয়ার্কশপ যা অনলাইন ও অফলাইনে হবে।
২৮. প্রশিক্ষণ/কর্মশালায় প্রশিক্ষক হিসাবে কে বা কারা থাকবেন?
প্রশিক্ষক হিসেবে থাকবেন কর্পোরেট ট্রেইনার, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ও অভিজ্ঞ উদ্যোক্তারা।
২৯. ফলাফল চ্যালেঞ্জ করার কোন সুযোগ থাকবে কিনা?
না, ফলাফল চ্যালেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না।
৩০. বিচারকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যাবে কিনা?
বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।
৩১. ফলাফল কিভাবে জানতে পারব?
ফলাফল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে।
৩২. অনলাইন প্রতিযোগিতার সময় প্রযুক্তিগত চ্যালেঞ্জ হলে তার প্রতিকার কি?
যদি অনলাইন পরীক্ষার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, সঙ্গে সঙ্গে টেকনিক্যাল হেল্পলাইন বা ইমেইলে জানালে দ্রুত সমাধান দেওয়া হবে।
৩৩. কোন প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে কিভাবে যোগাযোগ করতে পাবর?
যোগাযোগ করতে পারবেন ইমেইলের মাধ্যমে বা ফেসবুক পেজের ইনবক্সে। যোগাযোগের সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে।
৩৪. মেন্টরশীপ সেশন থাকবে/পাব কিনা?
হ্যাঁ, বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ সেশন থাকবে।
৩৫. প্রতিযোগিতার ছবি ও ভিডিও শেয়ার করা যাবে কিনা?
হ্যাঁ, প্রতিযোগিতার ছবি ও ভিডিও অংশগ্রহণকারীরা শেয়ার করতে পারবেন নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে।
৩৬. সকল পরীক্ষা কি একই সময়ে অনুষ্ঠিত হবে?
না, প্রতিটি রাউন্ড নির্দিষ্ট সময়ে নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
৩৭. পরবর্তী রাউন্ডের নির্বাচিত হলে কিভাবে জানতে পারব?
পরবর্তী রাউন্ডে নির্বাচিত হলে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
৩৮. অনলাইন পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে?
অনলাইন পরীক্ষার মূল্যায়ন স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা এবং বিচারকদের মাধ্যমে করা হবে।
৩৯. বুট ক্যাম্পে কতদিন থাকতে হবে?
বুট ক্যাম্প হবে ২ থেকে ৩ দিনের, যেখানে ট্রেনিং, টাস্ক ও গেম ভিত্তিক সেশন থাকবে।
৪০. বুট ক্যাম্পের সময় একাডেমিক কোন পরীক্ষা বা বিশেষ ক্লাস থাকলে সেক্ষেত্রে কিভাবে সহযোগিতা পাওয়া যাবে?
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় হলে পূর্বনির্ধারিত প্রমাণ দেখিয়ে আলাদা সেশনের ব্যবস্থা করা যেতে পারে।
৪১. পাশ মার্ক কত?
পাশ নম্বর সাধারণত ৫০%, তবে রাউন্ডভেদে পরিবর্তন হতে পারে।
৪২. প্রতিটা পরীক্ষার সময়সীমা কত?
প্রতিটি পরীক্ষার সময় ৩০-৬০ মিনিটের মধ্যে থাকবে।
৪৩. বিচারক হিসাবে কারা থাকবেন?
বিচারক হিসেবে থাকবেন একাডেমিক ও কর্পোরেট বিশেষজ্ঞরা।
৪৪. বিচারক হিসাবে মোট কতজন থাকবেন?
বিচারকের সংখ্যা প্রতিটি রাউন্ডে ৩-৭ জন পর্যন্ত হতে পারে।
৪৫. বিভাগীয় পর্যায়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা?
হ্যাঁ, নির্বাচিত কিছু বিভাগীয় শহরে অনলাইনে রাউন্ড অনুষ্ঠিত হতে পারে।
৪৬. বুট ক্যাম্পে কি ধরনের কার্যক্রম থাকবে?
বুট ক্যাম্পে থাকবে গেম, সিমুলেশন, পাবলিক স্পিকিং, কেস স্টাডি ও টিম ওয়ার্ক সেশন।
৪৭. অনলাইন পরীক্ষার ক্ষেত্রে মক টেস্ট দেওয়া কোন সুযোগ থাকবে কিনা?
হ্যাঁ, অনলাইন পরীক্ষার আগে মক টেস্ট দেওয়ার সুযোগ থাকবে যাতে শিক্ষার্থীরা প্রস্তুত হতে পারে।
৪৮. কেন বিজনেস অলিম্পিয়া বাংলাদেশ- এ যুক্ত হবে?
- ব্যবসা কিভাবে চলে সে সম্পর্কে সম্যক জ্ঞানের জন্য
- নিচের মেধা যাচাইয়ের জন্য
- প্রতিযোগিতার মধ্যে নিজেকে রাখার জন্য
- একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রাখার জন্য
- ভবিষ্যতে দক্ষ ব্যবসায়ী এবং যোগ্য পেশাদার হিসাবে প্রস্তুতি নিতে
- দেশব্যাপি বিজনেস উদ্যোক্তা ও আইকনিক ব্যক্তিদের সাথে নেটওয়ার্ক তৈরী করতে
- নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে লার্নিং এবং গ্রোথ জোনে প্রবেশ করতে
৪৯. কি কি পুরস্কার/সুবিধা পাবে?
- নগদ অর্থ
- গেজেট
- সার্টিফিকেট
- মেডেল
- ট্রফি
- বুট ক্যাম্প
- ট্রেনিং
- কোর্স
- অনলাইন সেশান
- গালা নাইট